সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪

কবিতা - অলোক বিশ্বাস



সীমানা পেরোনোর সময়
অলোক বিশ্বাস

মেঘেদের ট্র্যাভেলট্যাক্স লাগে না আমি ভাবছি, আমি খুব কাঁপছি, সীমানা পেরোনোর সময় কত জল তোলপাড় হবে কত শব্দের মানে পরস্পরকে বোঝানোর চেষ্টায় দরজাগুলোকে সামান্যি অনুভূতিশীল করা যাবে যখন ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে বসে আছি, মেঘেরা ফসলের পর ফসল উৎপাটন করে থাইল্যান্ড থেকে মরিশাস হয়ে মার্কনীর দেশে চলে যায় মেঘেরা আমাদের জন্য শুভেচ্ছা পাঠায়, আমরা শুভেচ্ছার সঠিক ব্যবহার জানিনা, আমরা আপাদমস্তক চাই মেঘেরা ভিজিয়ে দিক ইন্দ্রিয়শক্তির সমস্ত কারুবাসনা মেঘ ও আমাদের মাঝখানে নিশ্চিত কোনো  যোগবিয়োগ  গুনভাগ কাজ করে সীমানায় দাঁড়িয়ে বিষণ্ণতাবোধে আক্রান্ত আমি দেখি, আকাশকে নীল থেকে নীলোত্তর করে চলে যাচ্ছে মেঘের প্রজাতিরা