সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪

কবিতা - ঊষসী ভট্টাচার্য



জন্মলগ্ন
ঊষসী ভট্টাচার্য 

বেনামি বন্দরে নিদ্রাহীন সন্ততি,
স্বপ্ন ভাসছে,ঘুম আসছে না

নীল বাষ্পে আলো ধরছে কেউ,
রাত গড়ায়,
ফাঁকা সিলিন্ডারে
সিটি বাজায়
উরদি পরা হায়না,
নেকড়ের দল দুদ্দার ছুটে এলেই
 'কেল্লা ফতে - বিদ্রোহ চিবিয়ে
 মায়ের ভোগ '

আগুন জ্বলছে দপদপ
উনুনে ছাই,
নাকি মহাকালে?

মশাল ধরল
নেচে উঠল আজন্ম পিপাসু
উন্মাদ নক্ষত্র,
আলোকবর্ষ আঁকছে
না না, ধরা পড়ছে না,
কেন্নো,
 মালা গাঁথছে জোঁক
 পিঁপড়ের শ্রী বৃদ্ধি

দেবীর চোখ আঁকছে কুমোরটুলি,

চোখ পুড়ছে,
আতুরে