সুব্রত হাজরার কবিতা
...
কিছু উচ্চারণ কথা
( ১ )
প্রতিদিনই ভাবি -
তোমায় একটু একটু করে ভালোবাসবো
প্রথমে অধিগ্রহণ তারপর
নির্মাণ
কিন্তু তুমি সামনে এলে
কোথা থেকে যে কি হয়ে যায়
চূড়ান্ত উন্মত্ততায় ভেঙে
ফেলি নিজেকে
গর্বিত কোন ময়ূরের মতো
।
( ২ )
বৃষ্টি বড়ই প্রিয় আমার
কিন্তু বৃষ্টি ভিজতে ভালোবাসি
এমন
- কখনই না
কিন্তু মামমামের সাত রঙ
স্বপ্ন যে
বৃষ্টির পরেই আষ্টেপৃষ্ঠে
জড়িয়ে ধরে ।
ভিজিয়ে দাও হে শ্রাবণ
ধুয়ে থাকে সমস্তর সমস্ত
কিছু ।
( ৩ )
কখনো কখনো ভাবি -
একমুঠো কুড়িয়ে আনা শিউলি
তোমায় উপহার দেব ।
শিশির ভেজা স্পর্শে
তুমি চোখ তুলে চেয়ে, খুঁজে নেবে
সদ্য সতেরর শরৎ কে ।
তখন ভালো মানুষের মতন
কাশফুলের কি একটুও হিংসে
করবে না ।
( ৪ )
শেষ বলে কিছু হয় না
হয় না শেষের শেষও
তুমি পাশে থাকলে, সব সময়ই শুরু ।
( ৫ )
পূর্ণিমার চাঁদের কাছে
কি-ই বা আর চাইব
সকলের ভালোহোক, ভালো হোক সকলের
আসলে এগুলি সব তোমার থেকে
শেখা ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন