সম্পাদকীয়
মিলন চট্টোপাধ্যায়
যেদিন প্রথম সম্পাদকের চেয়ারে
বসেছিলাম
মনে পড়েছিল যুদ্ধ শুরুর দিনগুলো
...
খামের ভেতর অদৃশ্য আর্তি
!
শুধু, অনুরোধের মাখন দিইনি কোনোদিন ।
তারপর ছাপা না ছাপার দ্বন্দ্ব
। সভাঘর । লাল গোলাপ ।
কাঁপা হাতে জীবন ।
অজস্র কথা । কিঙ্করবৃত্তির
অপবাদ ।
তবু হাল ছাড়া হয়ে ওঠেনি কোনদিন...
প্রকৃত কবির কোনো দল নেই ।
প্রত্যাখানের সার জল ছাড়া
ফুল ফোটেনা আখরের গাছে
এটুকু মেনেই ~
মারাত্মক চেয়ারে বসেছি ।
( উৎসর্গ - গৌরকিশোর ঘোষ, পিনাকী ঠাকুর, বিভাস রায়চৌধুরী )
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন