সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪

কবিতা - রেহান কৌশিক



দুপুরে, এক রেস্তোরাঁয় একদিন
রেহান কৌশিক


কথাছিল, তুমি আসবে

যেভাবে পৃথিবী শুন্য থেকে বিন্দু থেকে একদিন
বুকে করে এনেছিল ঋতুর সংবাদ ...

তুমি এলে, সেভাবেই

যতখানি কথা, তার চেয়ে ঢের বেশি শব্দহীন কথা
একলা শুনেছে কফির কাপ !
বিকেলের পড়ন্ত হলুদে ভিজে ওঠা রাস্তা
আমাদের ছুঁয়ে একা একা চলে গেল কতদূর জিগ্যেস করিনি তখন ...

রাস্তা যতদূরেই যাক, যতই একলা হোক কফির কাপ ...
সেইসব নিশ্চুপ মুহূর্ত এবং স্তব্ধ প্রবাহ মিলেমিশেই
ক্রমশ তৈরি হচ্ছিল আমাদের স্বপ্নঘর ...