ওঁ বনলতা সেন
সুপ্রিয় মিত্র
কতদিন হল আসর থেমেছে... আসর থেমেছে
এখন বিকেল নত বাদামী আলোয়...
ফ্যাকাশে গালিচা... শত ছিদ্র
মেলে ধরে শিরা কাটা মেঝে...
মনে পড়ে প্রেম... গাছ গাছ ছায়া... পৌষ সুবাস...
মুখোমুখি জ্ঞান ফেরে,-
দেবীর পায়ের দাগ দরোজা বাহিরে
ঝোপে ধর্ষণের বাসর...
কতদিন হল জানো থেমেছে আসর ?
কেউ নেই কেউ নেই ... নেই বসিবার
ওঁ বনলতা সেন ... সশব্দে চড় ও সজোরে থাপড় !
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন