সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪

কবিতা - কৌশিক বিশ্বাস



আবাহন
কৌশিক বিশ্বাস

তীর এসে বেঁধে শরত সকালে, মেঘলা চোখের নীলে
কত গান আসে ভোরের আলোয়, যেই তুমি ডাক দিলে 

হাজার হৃদয় স্রোত হয়ে ভাসে ,নদীর বাজনা বাজে
স্লোগানে মিছিলে নদীও কেমন ভুল করে ফেলে কাজে

অসুরনাশিনী থিম ছেড়ে তুমি মানুষের ভিড়ে এসো
দশ হাত হোক যুদ্ধে সামিল, অস্ত্র শানাও, রোষ ও

মেঘ এসে নামে চোখের উঠোনে, জলের নাব্য রেখা
শত শত্রুর মুখে ছাই দিয়ে হোক,শারদোৎসবে দেখা