সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪

কবিতা - পিয়াল রায়



একটা সার্থক পঙক্তির খোঁজে
পিয়াল রায়

একটা মাত্র সার্থক পঙক্তির খোঁজে
চলে যাবো সমুদ্রের কাছে
হাওয়া - বাতাসের ফিসফিস ঝাউবন , বালিচর
ধীবর বস্তিগুলোর বুনে রাখা জালে যেখানে
গনগনে সূর্যরশ্মির মতো পঙক্তি  জলো হাওয়ায়
মাটীর সাততল নিচে
ইষ্টিকুটুম , ভাতের গরম গন্ধ
সবকিছু ছেড়ে নেমে যেতে পারি যে কোনদিন
যেখানে  গুপ্ত অক্ষরধন শিকল জড়িয়ে বহুদিন
কোন অজানা মুক্তির অপেক্ষায়
শুধুমাত্র একটা সার্থক পঙক্তি পেলেই
পোড়া চাঁদের হাট থেকে যাযাবরী হাসি কিনে নেব