সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪

কবিতা - মোশতাক আল মেহেদী



ছেঁড়া কথা
মোশতাক আল মেহেদী

চাঁদখানা চুরি করে মেঘ
কোথায় হেসেছে সে খবরে ছুটে গেছে রাত

অগ্নুপাত বুকে হাওয়া উড়ছে
আলিঙ্গনে হেসে ওঠে পেতে রাখা ফাঁদ!

চিঠির বান্ডিলে প্রেম খাচ্ছে সম্মিলিত উঁই
এটা কোন অকস্মাতের ঝাঁকুনি নয়
সবার খেয়েছে
কিছু টুকরো শব্দ ছুটে গেছে বাতাসে
হাসতে হাসতে কাশির দমকে...

ডাকলেই চলে আসবে অন্তত তোমার প্রতিমা

এ আলস্যে বসে ডাকা যায়
তোমার আঙ্গুলে কিছু আঁকিবুকি খেলা যায়
তারপর সব শূণ্য এসে একা একা তোমাকেই বকাঝকা করে যাবে