সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪

কবিতা - চন্দন ঘোষ



কানামাছি
চন্দন ঘোষ

ঈশ্বরে বিশ্বাস নেই আমার
ঈশ্বরেরও আমাকে বিশ্বাস নেই
বিশ্বাস আছে শুধু বিশ্বাসপাড়ার হারাধনের পিছনে
পেছনে বিশ্বাস আছে অবাধ্য ল্যাজের মতো
তাকে আর সোজা করা যাচ্ছে না কিছুতে
                                         

ঈশ্বরে বিশ্বাস নেই আমার
ঈশ্বরেরও  বিশ্বাস নেই আমাকে
দুজনেই দুজনের পিছনে ঘুরছি আট ইঞ্চি ড্যাগার নিয়ে হাতে
ঘুরছি তো ঘুরছিই
রাগী কুয়াশায় কেউ কারো পেছন আর খুঁজেই পাচ্ছি না