সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪

কবিতা - পুণ্যশ্লোক দাশগুপ্ত



গন্ধে শিহরিত, রিমঝিম
পুণ্যশ্লোক দাশগুপ্ত

তন্দ্রা নাকি প্রতিদিন ঘোর আসে তার
আকন্ঠ নীরব
পাহাড়ের গায়ে শালবাগানের ওপর কদমতলায় কে বাশিঁ বাজায়!
বাতাসের গতি
নাকি সেই ভালোলাগা লেপ্টে আছে গায়!
ক্লাসের দুর্গা ঢেলে দেয় তেজী আলো
কিছু কি হয়েছে তোর,রিমঝিম, অপ্রমত্ত গলে গলে যাচ্ছে সাদা-ক্রিম
সে মাথায় টুপি চাপিয়ে চুপি-চুপি পা বাড়ালো কদমতলায়