সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪

কবিতা - কিরীটী সেনগুপ্ত



বিশ্বকোষ
কিরীটী সেনগুপ্ত


তোমার কোনো বিশেষ জ্ঞানের ধারেকাছে
আজও পৌঁছতে পারিনি;
শুধু জানি, আটকে আছি
দাঁড়িয়ে আছি তোমার মোহে

আর তুমি সেই কবে থেকে
ঘুরে চলেছ;
ঘুরছ অতি দ্রুত

কাঁপেনি হাত তোমার

দোষ যা কিছু আমার পায়ের
শক্ত মাটিতেও মাঝে মাঝে
টলমল করে; ছাদটা দুলে উঠলে
বুঝে নিই, মাথা ঘুরছে আমারই

তুমি সেই কবে থেকে
ঘুরে চলেছ;
ঘুরছ অতি দ্রুত ...