সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪

কবিতা - অয়ন বন্দ্যোপাধ্যায়



আগন্তুক
অয়ন বন্দ্যোপাধ্যায়

শহরে আজকে কেউ নেই
গতজন্মের পাড় ছুঁয়ে
শুয়ে আছে মৃত নদী, হাতটানা দাঁড়, ভাঙা ছই ...
পথে পথে স্তব্ধতার ঢেলা
মড়ক কাটার পরে প্রথম এসেছ ছুটি নিয়ে
শুনতে পাওনা তাই চারদিকে কাশির আওয়াজ
তোমার শহর আছে
শহর তোমার নেই আজ