সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪

গুচ্ছ কবিতা - সুবীর সরকার



সুবীর সরকার-এর গুচ্ছ কবিতা
শীত
প্রচুর গাছপালা
বরফ পড়ছে আর শীত
                         
বাড়ছে
সতর্কতার প্রাধান্য
বিষাদের ব্যাপ্তি
হন্তদন্ত নেমে আসা
মাঠের ভিতর
ভোজসভা
সুশৃঙ্খল ভোজসভা
নামিয়ে রাখা
            
টুপি
যাবো সরণির দিকে
যাবো সড়কের দিকে


পানশালা
চওড়া হাসি
পানশালার ভিড়
তুমি কি গোপন
                      
সমর্থক!
ছোট্ট ফ্ল্যাশব্যাকআংশিক
                         
ঘুম

থাবা
দৃশ্যের হাত ধরে দৃশ্যরা
মৃদু ও উত্তেজিত
থাবার চিহ্নে বাঘ চিনে
                            
নেওয়া
টান
নদীজলে এত টান!
হয়তো শূণ্যতা হাসির
                      
পিছনে
দুকলিও গাই নি
দপ করে জ্বলে ওঠে
                         
আলো