সেলিম উদ্দিন মণ্ডলের গুচ্ছ কবিতা
জানালা
জানালা খুলো না
খুললেই হাওয়া ঢোকে
আমি ফুলতে পারি না যে!
দরজা
দরজা খোলো
আমি সিটকানি লাগিয়েই ঢুকবো
কেউ জানবে না ঘরের কথা।
উঠোন
এভাবে ঝাঁট দিও না
ধুলোমাখা এখনো বাকি
লেপন দেওয়ার কথা ভুলে গেছো?
পথ
সব পথেই ঘরে ঢুকি
শুধু উল্টো পথে না
ওখানে কি এখনো আলো নিভে আছে?
গ্রীল
গ্রীলের ঝুলে রঙ পড়েছে
রঙের মধ্যে ঢুকে গেছে আলো
আলো তবুও ফ্যাকাশে!
ব্যালকনি
ব্যালকনিতে এখনো যতটা আলো
ঘরের ভিতর ঠিক ততটাই অন্ধকার
ঘরের ভিতর ঠিক ততটাই অন্ধকার
ব্যালকনিতে মা বসে না, শুধু আমি...
ঘুলঘুলি
এখন ঘুলঘুলি নিয়ে লোকের উৎসাহ
কম
সকাল আর রাত একই মেঝেতে শুয়ে
ঘুলঘুলিটা রোদে শুকোচ্ছে উলঙ্গ
হয়ে!
সিলিং
মেঝে থেকে সিলিং এর দুরত্ব
অন্তত
কুড়ি ফুট কিম্বা তারও বেশী
হওয়া উচিত
ঝুলে পড়া থেকে অন্তত দায়মুক্ত
হতে পারে।
মেঝে
এখন মেঝেতে আলো নেই
সব আলো উঠে পড়েছে খাটিয়াতে
শীতল অন্ধকারে ডুবে যায় বাতিল
গৃহকর্তা ।
চিলেকোঠা
চিলেকোঠায় প্রেমিকার শীতল
ঠোঁট
খুঁটে খায় গুঁড়োগুঁড়ো নরম
রোদ
আমরা দানা ছড়ায় অন্ধকারে বসে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন