শনিবার, ৮ নভেম্বর, ২০১৪

গুচ্ছ কবিতা - শর্মিষ্ঠা ঘোষ




 

অন্য

শর্মিষ্ঠা ঘোষ

অন্যরকম কিম্বা অনেকরকম ভাবেই এসমস্তই দ্যাখা যায় আসলে ... অন্যরকমভাবে
চালিত করতে পারি বাস্তবের ক্যামোফ্লাজ ...অন্যমনে সাজিয়ে নিতে পারি
চিরচেনা সমান্তরাল ছকের ইতিকথা... অন্যরকম করে ভাবতে পারি প্রতিটি অন্য
পরাজয়... অন্যরকম, স্রেফ অন্যরকম তোমার হাতে অন্য অস্ত্রাঘাত নেমে আসতে
থাকে অন্য জন্মপথে ...

লাভজনক শর্তে কিছু কাছে আসা থাকে ... কিছু সুলভ প্রশ্রয় ... কিছু
ব্যাবহারের জন্য আলাদা আলাদা বিশ্বস্ত মুগ্ধবোধ ... কিছু সচেতন সলজ্জ
বাঁচার লড়াই ... সরিয়ে নিতে নিতে বিচিত্রের কাছে সমর্পণ করি বোধি ...
হয়তো অন্যরকম শেষ আসছে এবার... হয়তো অন্যভাবে আশা করছি তুমি অন্যরকম হবে,
অন্যভাবে পড়ে নেবে আমার মুখের কারুকাজ ... অন্য উপসংহারের দিকে
অন্যসাফল্যে গড়িয়ে যাবে আমাদের অন্যরকম টান ...

দোহাই তোমার , মাঝেমধ্যে বেলাগাম দেখে বোকো ... এত আহ্লাদ দিও না
আমায়...দিনরাত পায়ে পায়ে গায়ে গায়ে মনে মনে থাকা ...দিনরাত বুকে আর গলায়
আদরের দাগ নিয়ে ঘুরি ... দিনরাত মুখ ঘষি তোমার যাদু গালিচায় ... দিনরাত
পুষি বেড়ালের মত মিয়াও মিয়াও নাও , নাও আমাকে ... দিনরাত অভিমানী নাকের
পাটা ফুলিয়ে খানিক সৌখিন ফাটাফাটি তারপর অপরিমিত বশ্যতা ... নাও , নাও
আমাকে ...

আজকাল আর কিছু গোপন রাখতে পারি না... উদোম দ্যাখাতে ইচ্ছে করে তোমার আমার
প্রেম ... গলবস্ত্র করে নামাবলী করে পৈতে করে হিজাব করে ওড়না করে সুগন্ধি
রুমাল করে বিবস করে ফ্রেন্ডশিপ ব্যান্ড করে দেখিয়ে বেড়াই প্রাপ্তি ...
বলে বেড়াই তোমাকে ওকে তাকে আমাকে বিধাতাকে ,’’একি অপূর্ব প্রেম দিলে’’...
                                     


 


গল্প

শর্মিষ্ঠা ঘোষ


বাইলেনে গল্প বানাতে বেশি নয়, দিন চারেক লাগে
প্রতিস্পর্ধী সারি সারি অজ্ঞতা সারি সারি বাফুন
নুন মাখানো সম্পর্কগুলো বৃষ্টি নামলেই আলাদা হয়ে যায়
পথে হেঁটে যায় চটি গেঞ্জি গাঁজা চরস পাতাখোর থিয়োরি



কে আর জানে

 শর্মিষ্ঠা ঘোষ


কোথা থেকে যেন শুরু বলবো তবে
কোন সুচে যেন নকশি কাঁথায় ফোঁড়
কবে থেকে যেন ফুলকারি হল কথা
কতখানি বলা ফিসফাস হল শোর ?

ভাবো নাকি তুমি ? আমি ছাতা পারি কই ?
মুখ চেয়ে চেয়ে মুখ চেয়ে চেয়ে লস্ট
এত মেঘ আঁক এত নদী রাখ চোখে
ঢাকি না তাকাই ভাবতে ভাবতে খুন

কে আর জানে আলটিমেটাম কোথায়
কে আর জানে কথার কথাও গুঢ়
কে আর জানে আমিও রেগে উঠি
কে আর জানে তুমিও আসলে পার ?
                               

1 comments:

নামহীন বলেছেন...

Valo laglo

Khairuzzaman Sadaque