স্বতন্ত্র সনেট ১৮৫
হাসানআল আব্দুল্লাহ
ঝটিকা সফরে এসে পুনরায় আমি চলে গেছি
এখনো তবুও আছে জীবনের তামাম ক্রন্দন─
আছে হাসি, সুখ, দুঃখবোধ─শিশুদের কলরব─
নদীতে তরঙ্গ আছে─ঝড়; নিয়মের সনির্বন্ধ
আয়োজন সহ শত কোলাহল, তার চেয়ে বেশী
আছে ক্রোধ, উন্মাদনা, সংখ্যাতীত নিয়ত রমণ।
চারিদিকে লেগে আছে নানাবিধ আনন্দ উদ্ভব।
সফরের সুনির্দিষ্ট কথা তবু কখনো ছিলো না।
অসংখ্য শুক্রাণু পিছে ফেলে সমৃদ্ধির সরবরে
পৌঁছে গিয়ে একপ্রকার ভালোই হয়েছিলো বলে
মনে হয় আজ; দেখবার, জানবার, শুঁকে গন্ধ
নেবার এমন ত্রিমাত্রিক অনুধ্যান─আলোচনা;
খাট পেতে কিছু দিন গাছ তলা শুয়ে প্রাণ ভরে
ভাবার আস্বাদ রেখে চলে গেছি শূন্যতার কোলে।
হাসানআল আব্দুল্লাহ
ঝটিকা সফরে এসে পুনরায় আমি চলে গেছি
এখনো তবুও আছে জীবনের তামাম ক্রন্দন─
আছে হাসি, সুখ, দুঃখবোধ─শিশুদের কলরব─
নদীতে তরঙ্গ আছে─ঝড়; নিয়মের সনির্বন্ধ
আয়োজন সহ শত কোলাহল, তার চেয়ে বেশী
আছে ক্রোধ, উন্মাদনা, সংখ্যাতীত নিয়ত রমণ।
চারিদিকে লেগে আছে নানাবিধ আনন্দ উদ্ভব।
সফরের সুনির্দিষ্ট কথা তবু কখনো ছিলো না।
অসংখ্য শুক্রাণু পিছে ফেলে সমৃদ্ধির সরবরে
পৌঁছে গিয়ে একপ্রকার ভালোই হয়েছিলো বলে
মনে হয় আজ; দেখবার, জানবার, শুঁকে গন্ধ
নেবার এমন ত্রিমাত্রিক অনুধ্যান─আলোচনা;
খাট পেতে কিছু দিন গাছ তলা শুয়ে প্রাণ ভরে
ভাবার আস্বাদ রেখে চলে গেছি শূন্যতার কোলে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন