মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৩

কবিতা - হেনরী ইকবাল

কারাগার
হেনরী ইকবাল


প্রতিটি স্মৃতি-রোমন্থনী বিকেল কাটাই জলাশয়ের মাছরাঙা হয়ে । এক-একটি
স্মৃতি-মাছ ধরে নিয়ে যাব বলে সেই গোপন আস্তানার ভোজ উৎসবে। কোন
সিলেবাসগামী নই তাই মহাসমারোহে ভোজসভায় এসেও ফিরে যাই স্মৃতি-বাগানে।

স্মৃতি-বাগানে নির্মোহী ভ্রমণ মারাত্মক দুঃসময়ে কিছু শান্তি প্রদায়ক ।
সীমানাহীন বাগানের দীর্ঘপথে খাঁ খাঁ রোদের মাঝে অতীত নামক কিছু গাছ
স্নিগ্ধ ছায়ার মতো দাড়িয়ে থাকে,শীতল চোখ নিয়ে থাকে অবয়বহীন।

প্রতি ফাল্গুন আসার আগে মনে হতো- এ বসন্তেই বুঝি অনিঃশেষ শূন্যতায়
স্মৃতি-বাগান ভয়াবহ দাবানলে পুড়ে যাবে । এখন আর কিছু মনে হয় না । শুধু
মনে হয়- কেন স্মৃতি-বাগান নামক এক বিশুষ্ক মরু-সাহারা ভেতরে ঢুকে ভীষন
অত্যাচারী শত্রুর মতো গর্জে উঠে ?শুধু মনে হয়- কেন প্রিয়তম উদ্যান
কারাগার হয়ে উঠে?