নক্ষত্রের নিনাদ পড়ে রইলো আকাশপথে ইতস্তত আর আমি কসমিক অরণ্যে হারিয়ে যেতে যেতে হাসিকান্নার পেরিফেরি পার হয়ে চেনা-অচেনা ফুলের খসড়ায় মুদ্রিত দেখি আপটুডেট রিক্তরূপ আমার। বসন্ত-বিরচিত রাতের সমাধিতীরে কত বিভক্ত তুমি! অকূল আমার উপায় করবে যে দেশে দেশে চলে তার ভ্রুণ কাটার উৎসব।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন