মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৩

কবিতা - মোঃ মনজুর মোরশেদ

অপেক্ষা
মোঃ মনজুর মোরশেদ 

 

জীবনের গল্প লিখি আঁধার অমানিশায়,
যখন আলোর সব দুয়ার লুপ্ত;
বন্ধ চোখের আড়ালে স্বপ্নের কোলাহল,
আছে লক্ষ্যে যাওয়ার অদম্য প্রত্যাশা।

জাগতিক সুখের নগরে সাজেনা নিলয়,
প্রভূত আশায় হারিয়ে যাওয়ার ভয় সারাক্ষণ,
অপূর্ণতার কোন এক প্রান্তে হবে কি অবসান?
অপেক্ষার রঙিন ক্ষণ তবে উঠুক ফুটে।

অভিমানী মনে আসুক নেমে শান্তনা,
বুকের মাঝকানে জমাট কলহ পরিসমাপ্তি;
শূন্যতার এই রেশ কেটে যাক সফলতায়,
বয়ে যাক এক ভালোবাসার গভীর বরষা।

অতঃপর প্লাবনের জলে ভেসে যাক দুঃখের ভেলা,
ফের হাসুক শুধু উল্লাসের অভিরুচি
গহন ভাবের অস্থিরতায় স্মৃতির আয়োজন,
সদ্যজাতে হোক লিখিত সে অরণ্য।

এখন অধীর অপেক্ষায় সময় গুণে যাওয়া,
কবে কিরণ এসে করে দেবে প্রহরী?