মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৩

গুচ্ছ কবিতা - সরদার ফারুক

সরদার ফারুকের কবিতা



খালের ওধারে


কারা থাকে খালের ওধারে ,
ডুরে শাড়ি দড়িতে শুকায়?
এদিকে সেদিকে ঘোরে তালের ডোঙায়

কলহ-বিবাদে
অবিকল আমাদের মতো
কাদা ছুঁড়ে দেয় ?




কালিগঙ্গা ব্রীজ


গরুর গাড়ির থেকে এক আঁটি
ধান পড়ে গেছে
পথ জুড়ে পাখিদের পিকনিক

গাড়োয়ান পেছনে দেখেনি
সামনেই কালীগঙ্গা ব্রীজ




যোগাযোগ



এ কেমন দগ্ধদোষ ,বাগব্যবহার
ভাষাতরু ছেয়ে আছে বিবর্ণ পাতায়
বার বার ক্ষমা চেয়ে শুনে নিতে হয়
যোগাযোগ এখনো সম্ভব?

এই পাণ্ডুলিপি,পরাআখ্যানের ফেণা
তুকতাক ,শব্দের সার্কাস !




কফিন


কিনে দেব কারুকার্যময়
দেবদারু কাঠের কফিন
চোখ খোলো ,গান গেয়ে ওঠো

ইউক্যারিস্টের রাতে রুটির বদলে
নরমাংস ভোজন করেছি
মদ নয় ,পান করে গেছি
রক্তের ফোয়ারা

চুল থেকে এখনো ঝরেনি শেষস্নান?




রূপ


‘ভাইজান ,কতাডা হোনেন...’
আকন্দের পাতা ছিঁড়ে নিলে
যেভাবে গড়িয়ে পড়ে ফোঁটা ফোঁটা কষ

অসভ্য আলোতে দেখা যায়
লাবণ্যের চিহ্ন নেই
সারা হাতে ব্লেড-চেরা দাগ

‘জনম অবধি হাম রূপ নেহারিনু
নয়ন না তিরপিত ভেল’
কম্পমান কঙ্কালের সারি
চোয়াল খুলেছে
‘ক্যামুন চেহেরা কও , ভালো লাগে নাই?’

ঝড়-জলে গাছের আশ্রয়
প্রেতযোনি নেমে আসে কনকনে হাওয়ার বাহনে