সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪

কবিতা - মৌমিতা চন্দ্র



মানবী প্রেম
মৌমিতা চন্দ্র

রোজ যেভাবে বলি, সেভাবেই থেকে যাস ,
আমিও সমর্পন সয়ে সয়ে রানী ভাবি নিজেকে

কী আছে টমটম...
জানিস না, এত নিবেদনে দেবতা গ্রাস করে ?
যতবার সমর্পিত 
ততবারই ছাদভর্তি আলো পড়শীর খোঁজ পায়,
ডুবন্ত পায়রার চোখে টুপটাপ তারা খসে পড়ে

আমাকে দেখ...
গোটা একটা স্কুলের বইখাতা বন্দক রেখেও
শারদীয়া মাখি রোজ
চারটে পেরোলেই দিদিমনির খোলস ছাড়ি,
কখনও তো ইচ্ছে করে মানবী হতে...

পেড়িয়ে আয় টমটম...
ঘোড়দৌড়ের মাঠ ছেড়ে ঘাসে পা ভেজা, বিশ্বজয়ী 
সমুদ্রগুপ্তের মুকুট ছোঁয়া তরবারি
হাওয়া কেটে শিকেয় তুলে রাখ সব আর্তি

যে জোরের কাছে ভালোবাসা হার মানে
ওই জীবনটুকুই সঁপে দে আমায়

মানবী হয়ে উঠি
               চিরতরে

1 comments:

Unknown বলেছেন...

খুব সুন্দর সহজ লেখা- আমার এ ধরনের ভালো লাগে - যদিও আজকাল খুব কম দেখি এমন সহজ ভাব- কবিকে অনেক অনেক শুভেচ্ছা