শনিবার, ১ ডিসেম্বর, ২০১২

কবিতা - কুবলয় লহরী

পেইন পোয়েট্রি : বৃষ্টি ঝরার উন্মত্তা
( ইরানে ইসরাইলের সম্ভাব্য হামলা ও বীভৎসতার পটভূমিতে )

কুবলয় লহরী

আবার একটি বৃষ্টি ঝরার উন্মত্তা দৌড়ে চলল আকাশে
কাঁচকুঁচি আর পেঁচা পূর্ণিমার টুকরো টুকরো মাংসের পোশাকে
সকাল থেকেই কিছু সবুজ তুষার ঝরে যাচ্ছে
এই অদ্ভুতুড়ে আবহাওয়ায় মৃত জলপাই গাছটাকে
কিছুতেই আর বাঁচানো যাচ্ছে না, কারণ , আত্মাটা তার ধার
নিয়েছিল আর ফেরত দেয়নি জলপাই পরিহিতা।
অবাধ্য বখাটে বৃষ্টি সহায়শুন্য মায়ের উদরে লাথি মেরে
জ্বালিয়ে হাসছে নক্ষত্রের চাল
আকাশের আয়নায় মেঘের গতিকে ধরা মুশকিল
ধপ ধপ করে ঝরে শৃঙ্খলহীন বৃষ্টির ট্র্যাঙ্ক
কাঁটাতারের ওপারেও বৃষ্টি
মড়মড় করে বসে পড়া বিশাল অট্টালিকার
ভুঁড়ির নিচেও বৃষ্টি,দুধপানরত
উদ্বাস্তু সদ্যজাতের মায়ের চোখের বিহ্বল মগজে বৃষ্টি
স্তন বীথিকায় গলিয়ে দেওয়া হাত যেন
বৃষ্টি ঢুকে যায় ম্যানহোলে, ড্রেনে,
শুকনো শবের বুকে.... সতেজ- রসালো হয়ে উঠে পচা মাংস
ঠুকরে ঠুকরে পাঁজর ভক্ষণকারী কীরাবৃন্দ
সদলে বেরিয়ে আসে , ক্যাপ্টেনের হুইসেলে
তাবু থেকে ময়দানে বেরিয়ে দৌড়ানো ন্যাটো বাহিনীর মতো।
সতেজ-রসালো হয়ে উঠে শব ,সারিতে দাঁড়িয়ে যায়
ঝাঁঝরা-বিখণ্ড করে দেয় জলপাই গাছগুলো , জলপাই পরিহিতা ন্যাটো।