মালালাকে নিয়ে গান
তপন বাগচী
শিক্ষার মেয়ে, শান্তির মেয়ে, তোমার তুলনা নাই।
সোয়াতের মেয়ে ভগিনী আমার মালালা ইসুফজাই॥
ইসকুলে যেতে চেয়েছিলে তুমি শিক্ষার অধিকার
রাজপথে তুমি দৃপ্ত হেঁটেছ, প্রতিবাদে সোচ্চার-
তোমার সাহস, তোমাকে দিয়েছে বিশ্বের মাঝে ঠাঁই॥
সোয়াতের মেয়ে ভগিনী আমার মালালা ইসুফজাই॥
নারীশিক্ষার পথ রোধ করে অশুভ শক্তিধর,
হুমকির তোড়ে বন্ধ করেছে প্রিয় ইসকুলঘর
মহিয়সী তুমি, তবুও মালালা, লেখাপড়া ছাড়ো নাই॥
সোয়াতের মেয়ে ভগিনী আমার মালালা ইসুফজাই॥
অশুভের গুলি তোমার মাথায়, কণ্ঠ হয়নি রুদ্ধ
চেতনার দূত হয়ে তুমি করো দানবের সাথে যুদ্ধ
তোমার পাশেই দাঁড়িয়েছি আজ পৃথিবীর বোন-ভাই॥
সোয়াতের মেয়ে ভগিনী আমার মালালা ইসুফজাই॥
ফিরে এসো তুমি মানুষের মাঝে, বিবেকের অনুগামী
তোমাকে ডাকছে পৃথিবীর বুকে সকল শান্তিকামী
দিকে দিকে আজ তোমার জয়ের ধ্বনি যে শুনতে পাই॥
সোয়াতের মেয়ে ভগিনী আমার মালালা ইসুফজাই॥
(সুর ও কণ্ঠ : ফকির আলমগী)
তপন বাগচী
শিক্ষার মেয়ে, শান্তির মেয়ে, তোমার তুলনা নাই।
সোয়াতের মেয়ে ভগিনী আমার মালালা ইসুফজাই॥
ইসকুলে যেতে চেয়েছিলে তুমি শিক্ষার অধিকার
রাজপথে তুমি দৃপ্ত হেঁটেছ, প্রতিবাদে সোচ্চার-
তোমার সাহস, তোমাকে দিয়েছে বিশ্বের মাঝে ঠাঁই॥
সোয়াতের মেয়ে ভগিনী আমার মালালা ইসুফজাই॥
নারীশিক্ষার পথ রোধ করে অশুভ শক্তিধর,
হুমকির তোড়ে বন্ধ করেছে প্রিয় ইসকুলঘর
মহিয়সী তুমি, তবুও মালালা, লেখাপড়া ছাড়ো নাই॥
সোয়াতের মেয়ে ভগিনী আমার মালালা ইসুফজাই॥
অশুভের গুলি তোমার মাথায়, কণ্ঠ হয়নি রুদ্ধ
চেতনার দূত হয়ে তুমি করো দানবের সাথে যুদ্ধ
তোমার পাশেই দাঁড়িয়েছি আজ পৃথিবীর বোন-ভাই॥
সোয়াতের মেয়ে ভগিনী আমার মালালা ইসুফজাই॥
ফিরে এসো তুমি মানুষের মাঝে, বিবেকের অনুগামী
তোমাকে ডাকছে পৃথিবীর বুকে সকল শান্তিকামী
দিকে দিকে আজ তোমার জয়ের ধ্বনি যে শুনতে পাই॥
সোয়াতের মেয়ে ভগিনী আমার মালালা ইসুফজাই॥
(সুর ও কণ্ঠ : ফকির আলমগী)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন