শনিবার, ১ ডিসেম্বর, ২০১২

কবিতা - বাণীব্রত কুন্ডু

শ্রাবণিকা
বাণীব্রত কুন্ডু 

 

দরজা খোলা আগে থেকেই
জানলা দিয়ে যাচ্ছে দেখা
রাস্তা সোজা গিয়েছে বেঁকে
যেখান থেকে একাই হাঁটা

পরিচয় আজ ঠিকানার খোঁজে
পাহাড় থেকে উপত্যকার
মাঝের যত গান গাওয়া সব
সাক্ষী থাকে নীহারিকা

মহাকালের পাতায় পাতায়
আগুন বুকের অশ্রু আঁকা
দহন দিনের পলাশ শিমূল
ঝরায় শুধুই শ্রাবণিকা...