শনিবার, ১ ডিসেম্বর, ২০১২

রবিবার - কৌশিক বিশ্বাস

রবিবার
কৌশিক বিশ্বাস

উত্থাপন শেষ হলে পড়ে থাকে যে নির্যাস
তার তুমি কিছুই জানো না অথবা আমি
উদ্ধার করেছি পিথাগোরাস যে রেখা ও চুম্বনে সে
কথা পথ চিনে সোজা ঢুকে পড়েছে তোমার নিরালায়

বারান্দাপ্রান্তে এসে খেলাচ্ছলে লুটানো ছায়াবাজি ধরে রাখো
যে হাতে সেই হাত কপটতা ছুঁয়েছে...
নির্বাণে মোহগ্রস্ত পায়ের পাতা থেকে ঝরে গেছে প্রণাম
আমাদের উদযাপন শেষে বিয়োগের ঘর এসে দাঁড়ায়
জানালার রডে ...

তুমি নিচু মুখে নিশ্চিন্তে চিবোচ্ছো অসহায় ছুটির সকাল
বিরামহীন একরঙা রবিবার ।