শনিবার, ১ ডিসেম্বর, ২০১২

কবিতা - প্রলয় মুখার্জী

প্রলয় মুখার্জী
আমি বিদেহী ছাগল বলছি


না, এবার হারিয়ে ফেলব বাকশক্তি
ভুলে যাব দ্রুত যে কটা কথা বলতে শিখেছি
...
জল খাবার সময় ভাত খাওয়ার মত
চিবিয়ে নেব নিজেকে, গোটাকতক আখরোট
তরল বলে গিলে ফেলতে গিয়ে কেউ
কানে কানে আহা বলে উঠলে
পুরো দস্তুর ‘ব্যা আ আ’ ডেকে দেব

শরীরে লোম, মাথায় শিঙ গজিয়ে
উঠলে যে সব মানুষ ভয় পাবে
তাদের শিখিয়ে নেব, জানোয়ার
যুদ্ধ ঘোষণা করতে শেখেনে এখনও

এবার আমার হৃৎপিণ্ড খেও তিন পেগ হুইস্কি

তোমাদের রেচনে নতুন চারার জন্ম হোক এই
আমার অঙ্গীকার।
#
আমি বিদেহী ছাগল বলছি তৃতীয় বিশ্ব থেকে।