শনিবার, ১ ডিসেম্বর, ২০১২

কবিতা - কামাল মাহমুদ

নীরব প্রেম
কামাল মাহমুদ

এক সাথে থাকি একই পটে আঁকি
জানি বুঝি তবু অল্প
কত কাছাকাছি করি নাচানাচ
হয়না বলা গল্প
তোমার আমার স্বপ্নগুলো
হয়ত চিত্রকল্প ।।
সুর তুলে তুলে যাই পথ ভুলে
কাছাকাছি আছি বেশ
খুনসুটি করি হাত ধরাধরি
বয়ঃসন্ধির রেশ
চলতে চলতে এমন করে
বলা হয়'নি স্বল্প।
তোমার আমার স্বপ্নগুলো
হয়ত চিত্রকল্প ।।
হাজারও ঘটনা হয়েছে রটনা
আমাদের হয়'নি কিছু-ই
তবু কাছাকাছি ভালো ভাবে আছি
কথা যে ছাড়েনা পিছু-ই
চলছে এভাবে দ্বিধাহীন গতি
নীরব প্রেমের গল্প ।
তোমার আমার স্বপ্নগুলো
হয়ত চিত্রকল্প ।