শনিবার, ১ ডিসেম্বর, ২০১২

কবিতা - কচি রেজা

যানজট খুলে
কচি রেজা


যানজট খুলে যেন সর্ষেরোদে লাফিয়ে উঠেছে
পায়ের আঙ্গুল
চশমার ডাকে কতদিন এই মোড়ে ঘাইকদমটি একা
শাড়ির নির্দেশে বেজে বেজে যাচ্ছে পায়ের নূপুর
পায়ে পায়ে লাশ হেঁটে যাচ্ছে
যেন হেঁটে গেলে সেখানেও
ফর্দ টুকে রাখে দাবি সেখানেও ক্ষুধা
এক ক্ষুধাজীবনের এই যানজটে
অপেক্ষার খোসা
খুলে খুলে কার্নিশ জমানো
এক লাশজীবনের এই প্রক্ষালিত
সমস্ত পাহারা
সহ্য করে দ্রোহশীতকাল
ধানকাটা শেষ হলে জানা যাবে কারা
চুক্তি করে থামিয়ে দিয়েছে
শতঅগ্নিপাঠ