শনিবার, ১ ডিসেম্বর, ২০১২

কবিতা- মনোরঞ্জন রায়


মনোরঞ্জন রায় এর দুটি কবিতা

সুশান্ত

নিরাখের গোলাকার দুটি চোখ
অস্পষ্ট কিছু ছবি-
বার বার টানে দ্বার
তবুও শান্ত হয়ে থাকি,
শান্তির যোগাসনে বসে!
খুঁজি কিছু স্থাবর-
হাজারো স্বপ্নের গরিমায়
বাড়িয়ে তোলা কিছু গল্প,
আবারও তুলি চলতে চায়
কিন্তু-
হাত কাঁপছে নিঃশ্বাসে
নিদারুণ কিছু স্বপ্ন-
পা পিছিয়ে দেয় পিছনে,
শান্তির ছায়ায় বসতে বলে
হাজারো রুপমালার কিছু গল্প॥

ধানের শীষ

মাঠের পাকা ধান কাটা হয়েছে
উঠন ভরেছে তাই,
শিশুরা হাসে সবে
মাগো পেট পুরে খাই,
এত দিন ছিলাম উপস-
জোটেনি দুবেলা দুমুঠো,
তাই কাস্তে কোদাল হাতে নিয়ে
আজ তোমায় করেছি অমরিতো,
সোনা ধানে উঠন ভরা মোর
সোনা রদ্রুরে,
নবান্ন পালিব মোরা
ডেকে আত্মীয় সবারে,
হাসি ফোটে সারা ক্ষনে
হেমন্তের আভাসে,
থাকি যেন সদা মাগো
তোমারি পাশে,
আমরা চাষী আমরা গরিব-
আমরা সহিষ্নুসি,
দুহাতে খাটি বলে তোমায়/
প্রাণ জুরে গ্রাসি,
হেমন্ত হেমন্ত তুমি সদা
থাকো মোর পাশে,
প্রিতিরে সাধিব তোমায়
প্রত্য হিয়া সুখ উচ্ছাসে॥