শনিবার, ১ ডিসেম্বর, ২০১২

কবিতা - মোঃ তৌফিক উদ্দীন

বৃষ্টির সাথে একদিন
মোঃ তৌফিক উদ্দীন



বিরামহীনভাবে মুখখানির উপর
ছোঁয়া দিয়ে যাচ্ছে বৃষ্টি-ফোঁটা,
ক্রমশ যেন অশ্রুমাখা বদন ধারণ করছে।

বজ্রের আচমকা শব্দে একটুখনি চমকিয়ে উঠি,
চোখের পাতা পড়তে পড়তে যেন আর পড়ে না।


পানির স্রোতে জমাট বেঁধে ধুয়ে যাচ্ছে
উঠানে জমা শুষ্ক পাতাগুলি,
অজানা পথে তরী বেয়ে
বয়ে চলা পথ হারানো মাঝির মত।

কিছু পথ যেতে যেতে আবার থেমে যায়,
মাঝি যেন চমকিয়ে উঠে।
মনে জাগে এই বুঝি পথ খুঁজে পেলাম।


বৃষ্টি যেন কাকগুলোকেও বৃষ্টি করে দিল,
তাদের সাদাকালো পালক বেয়ে পড়ছে সাদাকালো জলের ফোঁটা।

কিছুক্ষণ পর পর ডাক দিয়ে উঠে কা-কা,
আর সেই শব্দ শুধু নিসঃঙ্গতার আহাজারি হয়ে
বজ্রের শব্দের সাথে একাকার হয়ে যায়।


নারিকেল পাতার উপরও হানা দিয়েছে বৃষ্টি-ফোঁটা।
সেই ফোঁটার পরশ পেয়ে পাতাগুলি কেঁপে কেঁপে উঠে,
উৎসরিত হয় টিপ টিপ শব্দ।
ঠিক যেন পিয়ানোতে ফোটে উঠা কোনো এক রমনীর
আঙ্গুলের ছোঁয়ায় এক অচেনা সুর।


অবশেষে ঘুমের নেশা আমাকে পুরোপুরি ঘায়েল করল,
কবে যে চোখের পাতা পড়ে গেল টের পেলাম না একটুও।
সাথে কিছু অনুভুতি আর মূহুর্ত চির অমলিন,
এভাবে বৃষ্টির সাথে হয়ে গেল একদিন।