শনিবার, ১ ডিসেম্বর, ২০১২

কবিতা - ইন্দ্রনীল চক্রবর্তী


কার্ভাস
ইন্দ্রনীল চক্রবর্তী


কার্ভাস গণ কোথায়?
যারা তাড়িয়ে দিয়েছিল বহুজাতিক চিল।
কার্ভাস গণ কোথায়?
যারা আকাশ ডেকে দিত অপরের শোকে।
কার্ভাস গণ কোথায়?
এমন নিরাপদ শান্ত আকাশ দেখেছ কখনো আগে।
কার্ভাস গণ কোথায়?
ভাবনি বুঝি, তার কুচকুচে চোখে এত প্রেম থাকে।
কার্ভাস গণ কোথায়?
এই জঞ্জাল হীন সমাজ, ছিল নাতো আগে।
কার্ভাস গণ কোথায়?
আছে আছে, ভেতরে ঠোকরায় কে তবে।