শনিবার, ১ ডিসেম্বর, ২০১২

কবিতা - শ্রীশুভ্র

লাবণ্যপ্রভার লগ্নে!
শ্রীশুভ্র


আড়ংধোলাইয়ের সাথে আইডিন ফ্রি! তবে যদি
বিশুদ্ধ হয় গঙ্গাজল!
দুশ্চিন্তার মেঘে মেঘে বয়স
অনেক হল! আইন যখনই
চলে আইনের পথে
তখনই ভণিতার আড়ম্বর
বড় বেশি ধরা পড়ে চোখে!
এ নয় ধান ভানতে শিবের গীত! এ নয় নতুন ম্যনিফেস্টো! তবু জেনো
লাবণ্যপ্রভা, বদ্ধ মুষ্ঠিগুলো
ঘূণে ধরা সব! পতাকার রঙে
যত অসাধু আহ্বান!
পরস্পর মুখে দেখ অপলাপ
সত্য! কেমন অনায়াস হাসিতে ঢেকে যাওয়া
আয়নার কাঁচ!
তবুও মিছিলে আমাদের পা!
লাবণ্যপ্রভা তোমার আঁচলে
আজ
উদ্ধত লোভ!
উন্মুক্ত লালসা!
উত্তপ্ত লক্ষ্যগুলো ঢেকে দেবে কি?!
একটা দূর্নিবার দুরন্ত দুঃসাহসিক প্রেমে
মানবিক বিপ্লবের নবজাতকের জন্মের জন্য
অপেক্ষায় আমরা কয়জন তবু!
লাবণ্যপ্রভা এখন তোমার সময়!