শনিবার, ১ ডিসেম্বর, ২০১২

কবিতা - হাসান মসফিক

হৃদভূমির গন্ধ থেকে
হাসান মসফিক


এক।
ভালোবাসা, তুমি নামে থাকো
পেছনে ঘৃণা জমা থাকবে

হেঁটে হেঁটে এসো
যেন, দৌড়ে পালাতে পারো
ভালোবাসা, তুমি
জমাট পাথরে লিখা থাকো
খালি পায়ে গ্রহণ মেখো ...

দুই।
এই বিরহের পিছনে লুকানো
বাষ্প , ভালোবাসার
এই ভালোবাসার পিছনে লুকানো
বাষ্প, বিরহের

কপোলের তিলে জাগা ভোর
একদিন, প্রেমের...

তিন।
ভালোবাসার মিহি চুলে রাত জাগে
রঙপুরি প্রেম,
কাজলে আটকানো সোনালি ইউনিফর্ম
আলপনার দড়ি কাটে মেঘের ভাঁজে

ভালোবাসা, আটকানো তুমি
ক্লিপের ছেনাল বিন্যাসে ...

চার।
অন্তঃপুরে তুফান যায়
ভালোবাসা, তুমি চুপ থাকো আজ
দরিয়া পাড়ে রোদ পোহাবো
সর্পিল কলরবে!

পাঁচ।
ভাঁজ থেকে ঝরে পড়ে
আনন্দ পত্র; আকুলি দুফর
গ্রহণের দিন পরে মেঘ এলো
সাথে গোলাপি রোদের বহর ...

ছয়।
তিল থেকে নামে মাখানো ঠোঁটে
যে ঘ্রাণ, হরিণের জুলফিতে হাঁটে
নিরুদ্দেশ;
বাজো তুমি ভীষণ বাজো
সিঁদুরের এক নিক্তি হয়ে
যেন গাঢ় সমুদ্দুর ...

সাত।
মেয়ে, তোমার চিবুকে
খেলা করছে,
শীতের সনেট, মাঝ নিশিতের ওম,
বহুদিনের অভিমানী খরা!

আট।
সীমানা, তোমার ঠোঁটে ঘুড়ি উড়ায়
চলনবিলের রাখাল ...

নয়।
ভালোবাসা, তোমার আগ্নেয়গিরির
নিচে বাস করে
শীত চাদরে মোড়া এক
বিছানা ...

দশ।
স্মৃতি তুমি ভালোবাসায় বেঁচে থাকো
ভালোবাসা তুমি স্মৃতিতে বাঁচো ...