শনিবার, ১ ডিসেম্বর, ২০১২

কবিতা - অলোক বিশ্বাস

অলোক বিশ্বাসের দুটি কবিতা
বিরহ



দু‘চোখ অভিসার চেয়ে
ভিজে যাওয়া বৃষ্টির দাগ
ঢেকেছে পাহাড় ধুলো,

এমন বৃষ্টিদিনে মৌন থেকো প্রেম
পাতায় পাতায় মেঘলাদিনে
এমন বিরহ ভালো।

অনুরাগে আঁধার দহন
মেঘে মেঘে হিমালয় সুখ
বুকে ভাসায় শ্রাবণ।

শূন্য ঘিরে ঘূর্ণি হাওয়া
ভিজে যা মাতাল ব্যথা
ছায়ারাতে ঝুঁকেছে মরণ।


পৃথিবীর ভোর

পৃথিবীতে ভোর নেমে এলে
দরজায় ফুল রেখে আসি
চোখের সামনে রাস্তা ভেসে ওঠে
কাটাকুটি ছড়ানো জার্নাল শুধু ওড়ে।

যে রাত ভেঙেছে রাতে
অমারাত্রির কাছে খুলে তো বলেছি সব
নিষেধ, বারণ রেখে জানালা খোলেনি কেউ
কাচের পিছনে পর্দা রয়েছে বাঁধা
বাতাসে শব্দেরা পোড়ে।

ঘাসেদের কোল জুড়ে থাকা
কী ভীষণ প্রিয় ছিলো
ধুলোময় বিকেলের কাছে,
রোদ্দুর স্নিগ্ধ হলে পরে পাতারা সতেজ হয়
কত কথা মন খুলে বলে।
যে কথা ছুঁতে গিয়ে ফুটেছে অজস্র কাঁটা
রক্ত ফোঁটা ফোঁটা শব্দ হয়েছে ঝরে।