শনিবার, ১ ডিসেম্বর, ২০১২

কবিতা - শান্তনু মৈত্র

পাওয়া না পাওয়ার স্বরলিপি
শান্তনু মৈত্র


এক আকাশ প্রেম নিয়ে ঘুরে ফিরে বেড়িয়েছি এ ঠোঁট থেকে সে ঠোঁটে
কথাগুলো জমতে জমতে কখন যেন ফুরিয়ে গেছে অজান্তেই
বিপদসীমা অতিক্রম করে ছুটে এসেছে
একটা অন্ধকার ... নিমেষে গিলে নিয়েছে আলোর সত্ত্বাটাকে।
এখনও খুঁজে বেড়াই আমার সুখ-দুঃখের অজানা হিসেব নিকেশ গুলো
আমার পুরানো কলমে আজও আকাশ-কুসুম লেখা জন্ম নেয় ...
একটু একটু করে সংরক্ষণ করেছি আমার একাকীত্ব
জ্বলে পুড়ে ছাই হতে থাকা অক্ষরগুলো এখন দিনের শেষে
সৃষ্টি করে লক্ষ লক্ষ ভালোবাসার কবিতা।
তোমরা যা দিয়ে গেছ ... কেড়ে নিয়েছ সবকিছুই
নিঃশব্দে দুমড়ে মুচড়ে একাকার করেছ সেই চেনা বিকেলের ছবি
নৈঃশব্দের বর্ণমালায় আমি আজও রোদ্দুর খুঁজে যাই ...
অসম্ভব আক্রোশে কামড়ে চলেছি একটার পর একটা বেসামাল স্মৃতি ,
গুছিয়ে নিচ্ছি কিছু হারিয়ে যাওয়া গল্পের একাল সেকাল
ধারাবাহিকতার আড়ালে ... মিলিয়ে যাব অনন্ত মানুষের ভিড়ে
যেখানে লুকিয়ে রেখে এসেছিলাম
পাওয়া না পাওয়ার স্বরলিপিটা ...