শনিবার, ১ ডিসেম্বর, ২০১২

কবিতা - বিবেকানন্দ জানা

মা ও আছে
বিবেকানন্দ জানা


প্রেমের জন্য পৌঁছে গেছি

ভিক্টোরিয়ার ঘাটে।
মা শুধু আমার জন্য খাটে
এখানোযে মাঠে।

প্রানের জন্য প্রেম চাই

জীবন জুড়ে লাগে,
তবু মায়ের জন্য সবকিছু
সবকিছুর-ই আগে।

জীবন যদি জুতোর মতো

বাঁধিয়ে রাখি ছাদে
তখন তুমি করবে সব
মাকে আগে বাদে।

আশার আলো, মায়ের হলো

তোমায় নিয়ে সব
তোমার কর্ম এমন হলো
মা যে আজ নীরব।