কোথায় খুঁজছ আমাকে
কেয়া সরকার
কোথায় খুঁজছ আমাকে ,
কালবৈশাখীর দাপটে তুমি যখন ছুটেছিলে ,
খিল খিল করে হেসে উঠেছিলাম
সেই তো আমি ।
কোথায় খুঁজছ আমাকে,
বর্ষার কালো ঝড়ে পরছি আমি
জানালা দিয়ে হাত বারাও আমার স্পর্শ পাবে ।
কোথায় খুঁজছ আমাকে ,
শরতের সকালে ঘাসের উপর দিয়ে যখন হাঁটছিলে
শিশির হয়ে চরণ ধুয়েছি তোমার
চিনলে না তো আমায় !
কোথায় খুঁজছ আমাকে,
শীতের সকালে কুয়াশা হয়ে
সূর্যকে আড়াল করেছি আমি
বাহিরে এসো দেখেতে পাবে ।
কোথায় খুঁজছ আমাকে,
বসন্তের বিরহ বেলায় কোকিলের কণ্ঠে ,
মিশে গেছে আমার কণ্ঠ ।
কান পাত শুনতে পাবে ।
কেয়া সরকার
কোথায় খুঁজছ আমাকে ,
কালবৈশাখীর দাপটে তুমি যখন ছুটেছিলে ,
খিল খিল করে হেসে উঠেছিলাম
সেই তো আমি ।
কোথায় খুঁজছ আমাকে,
বর্ষার কালো ঝড়ে পরছি আমি
জানালা দিয়ে হাত বারাও আমার স্পর্শ পাবে ।
কোথায় খুঁজছ আমাকে ,
শরতের সকালে ঘাসের উপর দিয়ে যখন হাঁটছিলে
শিশির হয়ে চরণ ধুয়েছি তোমার
চিনলে না তো আমায় !
কোথায় খুঁজছ আমাকে,
শীতের সকালে কুয়াশা হয়ে
সূর্যকে আড়াল করেছি আমি
বাহিরে এসো দেখেতে পাবে ।
কোথায় খুঁজছ আমাকে,
বসন্তের বিরহ বেলায় কোকিলের কণ্ঠে ,
মিশে গেছে আমার কণ্ঠ ।
কান পাত শুনতে পাবে ।
4 comments:
সূর্যকে আড়াল করেছি আমি
বাহিরে এসো দেখেতে পাবে ।
সত্যি আড়াল করেছিল- কেয়া
ফাটাফাটি কবিতা
asadharan... vison valo laglo....
ধন্যবাদ ।।
ধন্যবাদ ।।
একটি মন্তব্য পোস্ট করুন