মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৩

কবিতা - মৃন্ময় মিজান

গোপন উষ্ণতা
মৃন্ময় মিজান


পতিতার চুম্বনে সংক্রামক ব্যাধি
তাই এড়িয়ে চলি যথাসাধ্য।
শুধু চোখ বুজে সুখ খুঁজে নিতে কার্পন্য করিনা।

শরীরের দেনা শোধ হলেই
'পতিতা' শব্দের দিকে ঘৃণা ছুঁড়ে দেই সব ভুলে।

ভুলে যাই, কোন এক অসতর্ক মুহূর্তে
পতিতার ঠোঁটে চুম্বন দাগ কেটে
একদিন আমিও পতিত হয়েছিলাম ।