মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৩

কবিতা - চৌধুরী ফাহাদ

নত
চৌধুরী ফাহাদ


সেই কবে জন্ম হয়েছিল জীবনের!
জীবনের প্রয়োজনে হাতে মাপা দেহ
অনুভূতির সমুদ্রে উত্তাল মাথা;
সেই কবে জন্ম হয়েছিল মননের
মৌমাছির মত অধির গুনগুন ভার
মহাকাশ সমান অস্থির আধার!
সেই থেকে নত হয়ে আছি
আনত চোখের পৃথিবী সামনে
মাথাহীন মুক্তির পদতলে জন্ম সাগরে!
আকাশ থেকে মাটি বেয়ে সমুদ্রনীল
কোথাও নেই সে দৃঢ়পাথর
পদতলে জোর মেখে উঁচু শিরে
দাঁড়িয়ে জানবে হৃদয় পৃথিবীই ঘর,
সেই কবে জন্ম হয়েছিল জীবনের
সেই থেকে নত হয়ে আছে মাথা।

2 comments:

Dukkhai Raj বলেছেন...

ফাহাদ ভাই,
বরাবরের মতই দুরন্ত ও দুর্দান্ত।
টাস্কি লেগে গেল ভাই।
অনিমেষ ভালবাসা।

প্রজাপতি মন ( নাহিন) বলেছেন...

অনেক অনেক শুভকামনা :)