প্রণয়বিষাদ
আরশাদ উল্লাহ
প্রণয় বিষাদের এতো জ্বালা এতো যন্ত্রণা
আপ্লুত প্রাণে সে কথকথা ব্যথা যাতনা
অন্ধকারে আপন মনে ভাবি সে কথা
ক্ষণে ক্ষণে নির্জনে জাগে বিরহ ব্যথা
বুকের ভিতরে শ্রাবন রাতের বর্ষণে!
কুহেলী কুয়াশায় বিস্মরণের শিশির ভিজা পথ
পাখিরা ঘুমায় আপন নীড়ে শান্ত ঘুমন্ত জগত!
প্রণয় বিরহে জ্বলি দিবস রজনী হুতাশনে
প্রভাত এসেছে শ্রাবন রাতের অবসানে
পাখিদের কলরবে নতুন দিনের আগমনে
দখিনা বায়ুতে আসে - বহমান নদীর ঘ্রাণ
পথিকের ভীরে আজো করি তোমার সন্ধান!
তোমার প্রণয়ী আমি তোমাকে ভালবেসে
নির্মল মনে সুখসন্ধ্যাসমীরণে অতি বিশ্বাসে
নিজেরে করেছিলাম সমর্পণ!
প্রণয়িনী গো-
প্রণয়ভঙ্গে কাতর আমি অনুক্ষণ
কেন তবে ছিড়ে গেল প্রণয়ের বন্ধন?
অন্তর ব্যথায় নিস্পেষিত প্রাণ বিরহ বিধুর
নিয়তির পরিহাসে মনে আজ নিদারুণ ঘোর!
থাকুক বিদ্ধ হয়ে বুকে তোমার সেই বিষের কাটা
তোমার হাতে বুকে বিধানো - সেই মরণ কাটা।
সেই ব্যথাতে আজো তোমারে রেখেছি স্মরণে
যুগ যুগ ব্যথিত মনে বিরহ-বেদনে ক্ষণে ক্ষণে!
সেই কন্টক বিধিয়েছো তুমি আমার বুকে
তার ফল এই বিষ ফোঁড়া; তাই কাটাটিকে
তুলিনা ইচ্ছা করেই; সব ব্যথা যাই সয়ে-
যুগান্তরে – তোমারে ভুলে যাবার ভয়ে!!
আরশাদ উল্লাহ
প্রণয় বিষাদের এতো জ্বালা এতো যন্ত্রণা
আপ্লুত প্রাণে সে কথকথা ব্যথা যাতনা
অন্ধকারে আপন মনে ভাবি সে কথা
ক্ষণে ক্ষণে নির্জনে জাগে বিরহ ব্যথা
বুকের ভিতরে শ্রাবন রাতের বর্ষণে!
কুহেলী কুয়াশায় বিস্মরণের শিশির ভিজা পথ
পাখিরা ঘুমায় আপন নীড়ে শান্ত ঘুমন্ত জগত!
প্রণয় বিরহে জ্বলি দিবস রজনী হুতাশনে
প্রভাত এসেছে শ্রাবন রাতের অবসানে
পাখিদের কলরবে নতুন দিনের আগমনে
দখিনা বায়ুতে আসে - বহমান নদীর ঘ্রাণ
পথিকের ভীরে আজো করি তোমার সন্ধান!
তোমার প্রণয়ী আমি তোমাকে ভালবেসে
নির্মল মনে সুখসন্ধ্যাসমীরণে অতি বিশ্বাসে
নিজেরে করেছিলাম সমর্পণ!
প্রণয়িনী গো-
প্রণয়ভঙ্গে কাতর আমি অনুক্ষণ
কেন তবে ছিড়ে গেল প্রণয়ের বন্ধন?
অন্তর ব্যথায় নিস্পেষিত প্রাণ বিরহ বিধুর
নিয়তির পরিহাসে মনে আজ নিদারুণ ঘোর!
থাকুক বিদ্ধ হয়ে বুকে তোমার সেই বিষের কাটা
তোমার হাতে বুকে বিধানো - সেই মরণ কাটা।
সেই ব্যথাতে আজো তোমারে রেখেছি স্মরণে
যুগ যুগ ব্যথিত মনে বিরহ-বেদনে ক্ষণে ক্ষণে!
সেই কন্টক বিধিয়েছো তুমি আমার বুকে
তার ফল এই বিষ ফোঁড়া; তাই কাটাটিকে
তুলিনা ইচ্ছা করেই; সব ব্যথা যাই সয়ে-
যুগান্তরে – তোমারে ভুলে যাবার ভয়ে!!
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন