মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৩

কবিতা - মূয়ীদুল হাসান

ওপারের মেঘমালা
মূয়ীদুল হাসান 

 


জীবনের ওপারে পৌঁছে গিয়ে-
পেয়ে গেলাম এক বিশাল আকাশ,
আমার প্রিয় নীলে আঁকা সে আকাশ।

মনে পড়ে গেলো- এমনই এক আকাশ,
সে কী এক ভীষণ বিস্ময় নিয়ে
দেখিয়েছিলেম তোমায় এক বিকেলে।
মনে পড়ে গেলো তোমায়...

আমার ভালোবাসাও ছিল এই আকাশের মতই বিশাল।
ভালবেসে তোমার কাছে থাকতে চেয়েছিলেম,
তবু ভালবেসে আমায় চলে যেতে হল।
কেন জানিনি,
তুমিই জানো- কেনই বা বাঁধো নি।

আমি এও জানি-এখন তোমার
বুকের ঠিক ভেতরটাতে কোথায় যেন
কিসের একটা ব্যথা খুব করে কষ্ট দেয়।

ইচ্ছে হচ্ছে
তোমায় কিছু মেঘ পাঠাই
তোমার আকাশ জুড়ে।
মেঘ থেকে বৃষ্টি পড়ুক অঝোর ধারায়...
তুমি এসো নেমে সেই বর্ষণে।
আমায় ভেবে যদি ভিজে যায় তোমার দুচোখ,
মিশে যাবে সেও সে বরষায়...

বুঝবে না কেও
তোমার চোখেও জল ছিল...।