মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৩

কবিতা – সেখ সাহেবুল হক

অকপটে...
সেখ সাহেবুল হক


সবুজে চোবানো ইউক্যালিপটাসগুলোর কাছে ঋণী হয়ে
ফুরিয়েছে যৌবনের ধারাপাত।
মেঘাচ্ছন্ন বিকেলে তারা ধুইয়ে দিত মাথা,
ভালবাসার হলুদ-সবুজে মাখত পথ
যাতে একাকী অনেকটা এগোতে পারি
ব্যাঙাচির মতো ক্ষুদ্র অতীতটা ফেলে...
মাছরাঙা রঙে নদী এঁকেছি -
চিলেকোঠা ভেজানো পৌষের রোদে,
পিঠ পেতেছে সরীসৃপ - চতুর প্রেমিকার মত।
ধান খুঁটে খুঁটে ঝুলিতে ভরেছে পায়রা
বিনিময়ে দিয়ে গেছে উত্তাপ,
চঞ্চুর আবেদনে ছিল মৃদু আপ্যায়ন।
যন্ত্রণার কঠোরতা ভাঙতে
হিমবাহ হয়ে গলতে চেয়েছি রাতের পর রাত...
বদলে যাওয়া মানচিত্রে বেছেছি আত্মগোপন -
পচা ঝিনুকের ভিতর ।
অভিশপ্ত দ্বীপ হয়ে কেঁদেছিলে বিপর্যয়ের পরে।
ততদিনে আমিও জলের গভীরে
বুদবুদের মতো উধাও হতে শিখে গেছি।