ইমেল নাঈম
টাইম মেশিন
প্রত্যাবর্তনের পথে রয়ে যায় কিছু চিহ্ন ।
সবটুকু আজ এখানে নাই'বা বললাম
এটুকু বলি একটা আলপিন বুকের ঘরে
সাইকোলজি ক্লাস করে বেড়াচ্ছে চব্বিশ ঘণ্টা ।
#
কারো রিনিঝিনি নিক্বণ মস্তিষ্কে ঝমঝম
করে বাজে দিনান্তের সুরে আর সর্বদা
নিউরনের অনুরণন হয় , ''এই'তো আমি'' ।
#
তুমি-আমি নিয়ে বহু প্রেমের কবিতা হয়েছে
এর চেয়ে ভাল বিচ্ছেদের গল্প হোক আজ ,
নিয়ন বাতির নিচে সানাইয়ের সুর একবারই
হৃদয়কে ঋণাত্মক আবেশে ভাসিয়েছিল
সেই থেকে শুরু এই শহরে বিচ্ছেদের নবীন বরণ ।
#
প্রত্যাবর্তনের পথে বখে যাওয়া স্মৃতিরা
নামতা পড়ে এখনও ...
উফ , যদি একটা টাইম মেশিন থাকতো
তবে জীবনের রং অন্য রকম হতো ।
টাইম মেশিন
প্রত্যাবর্তনের পথে রয়ে যায় কিছু চিহ্ন ।
সবটুকু আজ এখানে নাই'বা বললাম
এটুকু বলি একটা আলপিন বুকের ঘরে
সাইকোলজি ক্লাস করে বেড়াচ্ছে চব্বিশ ঘণ্টা ।
#
কারো রিনিঝিনি নিক্বণ মস্তিষ্কে ঝমঝম
করে বাজে দিনান্তের সুরে আর সর্বদা
নিউরনের অনুরণন হয় , ''এই'তো আমি'' ।
#
তুমি-আমি নিয়ে বহু প্রেমের কবিতা হয়েছে
এর চেয়ে ভাল বিচ্ছেদের গল্প হোক আজ ,
নিয়ন বাতির নিচে সানাইয়ের সুর একবারই
হৃদয়কে ঋণাত্মক আবেশে ভাসিয়েছিল
সেই থেকে শুরু এই শহরে বিচ্ছেদের নবীন বরণ ।
#
প্রত্যাবর্তনের পথে বখে যাওয়া স্মৃতিরা
নামতা পড়ে এখনও ...
উফ , যদি একটা টাইম মেশিন থাকতো
তবে জীবনের রং অন্য রকম হতো ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন