মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৩

কবিতা - চঞ্চল মাহমুদের

মর্মি মা হলে আমি ওর সন্তানের মতো
চঞ্চল মাহমুদ


স্নেহের কবাট পেরুলো
চৈত্র আর্বতনী একঝাঁক সুষমা বিকেল।
বিকেলের পর রাতের গল্প শুনতেই বেশী ভাল লাগে।
মর্মির কানে গুজে দিয়েছি বিকেল
ছেলেকে নিয়ে হাঁটা শিখবে বিকেলের মাঠে দাঁড়িয়ে।
মা হয়ে বেঁচে থাকো !
সজনে ফুল আমার ভীষন প্রিয় সাদাফুল
রাত থেমে গেলে -
নেমে পড় ঘুমে সজনে অবহেলায় ।

আচরণে ভুল না জেনেও
কেমন জানি ছায়া ছায়া হাহাকার
দায়িত্ব ঘুমিয়ে পড়ো মৃতদেহের পাশে।
মর্মি মা হলে আমি ওর সন্তানের মতো।




সাঁকোখানার নাম হারু ঠাকুর



অসহায় যৌনতার বিকেলবেলা
অধিক তাপে কাঁঠাল বিচি পুড়িয়ে খাওয়ার দৃশ্যের ভিতর
কম্পমান ব্লেড শাসিয়ে দেয় কচুলতাশাখা।
টিকটিকির জীবন কেড়ে নিল ভেন্টিলেটর
বাতাসে নিক্ষিপ্ত হয়ে কুন্ডলীর ভিতর হারিয়ে ফেলি
হারু ঠাকুর নামক সাঁকোখানা।