মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৩

কবিতা - নীল ফিউজিটিভ

মনের আগল
নীল ফিউজিটিভ


মনের আগল অবারিত রেখো
স্ফূর্তি পুষ্পের পরাগ মাখিয়ে
রাঙ্গিয়ে দেবো মন প্রণয়াকাঙ্ক্ষী হাত্তয়ায়।

ভোরের আলো যেমন শিহরণ তোলে
তরুর বুকে বিহগ নর্তন ক্রিয়ায় মাতে
সেই বাসনায় ভোরের আলোয়
অবারিত সেই আগল পেড়িয়ে তোমার মন রাঙ্গাবো।

হে' প্রিয়া, খোল খোল মনের আগল তোমার
রচিবো যামিনি পুষ্প-পল্লব বর্ষণে
সিক্ত তব জোছনায় অবগাহনে।

সাঁঝের বেলায় নিলাম্বরের ঋক্ষে দৃষ্টি হানে
আঁখি খুঁজে ফিরে ঋক্ষে ঋক্ষে

দেখা নাহি মেলে, অস্রু ভাসে তাই
আঁখি পল্লবে বিরহ বিচ্ছেদে।

অংশুমালী মেলে যবে আঁখি
আমারি মিলায়ে যায়,
ভরসায় থাকি আসিবে বুঝি খেয়ালে খেয়ালে ভাসি।