মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৩

কবিতা - সাহাব আঃ বার্ক

পাগলী মা আবার টাকা কর্জ করেছে - হন্য হয়ে 'কবিতা' চাই ।
সাহাব আঃ বার্ক


দেশে আজ কবিতার প্রয়োজন, বিদেশেও- বড়ো চাহিদা
আমি হাট-বাজারে ঘুরে ঘুরে, অনেক সড়ক ও শ্রমিক দেখি
কিছু একটা খুঁজি তণ্ণতন্ন করে, ব্লাড ব্যাংকসহ
কবিরা আজকাল বিদেশী সম্মেলনে বেশীর ভাগ কিসের যেনো হিশেব কোষেণ ।

কবিয়াল’দের কবর ঘষে গড়ে ঊঠেছে অসংখ্য শিল্প কারখানা আর শপিং মল
এর বাইরে-ভেতরে লাশের কারবার চলে জান্নাত যখন-তখন ফ্রি ।

ন্যাতারা আজ ধান্ধা’র কথা শুনতে মন্ত্র-মগ্ন, কারবারিরা বাঁজারী হয়েছেন ৯০’ পরে পরে
শিল্পীনামক প্রাণ’রা মাল-মালীদা সেরে জায়নামাজে তসবিহ-রত
চুল- ছেড়াছেড়ী’তে কে কাকে টপকাবে মার্কিনী’রা সেই আদলে চিড়া ভাঁজছেন
আমার মতো নেংটি’রা ফেশবূক-এ কিছু ভাদ্রতম ... পোস্ট করেই –লাপাট্টা ।

ওদিকে জূবীণ ব্যাটা অর্ডার নিয়ে বসে আছে আর্জেন্ট শীপমেণ্ট চাই ,
পাগলী মা আবার টাকা কর্জ করে ঢাকা এসেছে আজ ৩ মাস ; মাণ্ণত করে একটা পর একটা,
ঐ সাভার-ভাগাড় থেকে আমার হাড় অন্তত তাঁরে দেও ; বর্জ্য থেকে কিছু হাড্ডী মিলেছে-
সে দৌড়ে গেছে খুঁজতে, হাউমাঊ করে একটাই তাঁর বুকের ধন, ঐ তাঁর নাড়ীর টাণ ‘ কবিতা ’ ।