মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৩

কবিতা - অনিরুদ্ধ সাগর

এই সমতলে
অনিরুদ্ধ সাগর


আরোপিত নয়, রোপিত জমিনে ফসলের আলোড়ণ
আলোর আলয়ে পোয়াতি বধুয়া সুলোলিত মধুবন
মহাকাল তুমি দিওনা আমায় এখনি যাবার তাড়া
আমাকে ভেঙে আরো এক আমি রয়েছে- দরজায় দাড়া

শুনো হে দুনিয়া, বিশ্ববাসী; চোতা কর ফের আপডেট
তৃতীয় বিশ্বে মাথাপিছু ঋণ, হবে- আরো একবার আপগ্রেড !