মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৩

কবিতা - সঞ্চয় সুমন

সংবহন
সঞ্চয় সুমন


অগ্নি অভিসারে উঁকি দিলে
অস্তগামী চাঁদ -
পীতবর্ণ প্রেমে পুড়ে যায়
বিপরীত আবেগ ।
দশ দিকে ছুটে গেলে
দূষিত সংকেত –
নগরের দ্বারে প্রহরী হয়
ফণা তোলা সাপ ।

নির্দ্বিধায় আকড়ে ধরে
নর্তকীর কঙ্কাল –
উন্মাদ নৃত্যে মগ্ন
বেসামাল রাত ।
জন্মের পূর্বে মৃত্যু উপহার দিলে
বিজয়ের স্বাদ ,
স্বর্গ নরক তোলপাড় করে –
বেহায়া সন্ন্যাস ।