মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৩

কবিতা - পলিয়ার ওয়াহিদ

ধুলোবাতাসের কানাকানি
পলিয়ার ওয়াহিদ


বোতাম খোলা উন্মাদ যুবকের মতো মাতাল হয় বাতোসা বাতাস। ফিক করে হেসে ওঠে মলিন ধুলো। মুহূর্তে মিশে যায় হাওয়ার অদৃশ্য শরীরে। কাচের দেয়াল তৈরি করে কত রতি মহারতি, তবু পায়না খুজে বাতাসের পথ। ঘড়ির কাটা খেয়ে ফুলে উঠে সময়ের শরীর।

বাতাসের ওম ছাড়া একদ- হাফ ছাড়তে পারে না প্রাণ ভাত, পানি, পোশাকী শিক্ষা ছাড়া বাঁচা যায় কিন্তু হাওয়া ছাড়া আদমের দম? ধুলো হয়ে বাতাসের অহংকারে অলংকার মাখি।